পৃথিবী গোলকের সরলবৃত্তীয় একটি পথ ধরে
বিপরীতমুখী দু’জন ক্রমাগত হাঁটতে থাকলে
শেষ ফল কি হয়?
জানি, আমারি মত তুমিও
ভালোবাসা নামের একটি লুকায়িত যন্ত্রণাকে
বুকে ধরে অহরহ হাঁটছ।
তুমি হাঁটছ,
আমি হাঁটছি,
একই ভালোবাসার সরলবৃত্তীয় পথে,
কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী গতি নিয়ে।
আমার বুকে তোমার কল্পিত পদ্মাসন,
তোমার বুকে আমার বিষবৃক্ষের কালো ছায়া,
তারপরও আমার বিশ্বাস;
বৃত্তীয় পথ ধরে আমাদের এই বিপরীত চলা
ঠিক একদিন মুখোমুখি মিলন ঘটাবে আমাদের।
আমার এই বিশ্বাসকে তুমি অবিশ্বাস করতে পারো
কিন্তু জ্যামিতির নিত্যতাকে তো আর ঠেলে ফেলতে পারো না।
আমাদের বিপরীতমুখি মনোভাব নিয়ে আমরা হাঁটছি,
হাঁটছি একটি সরলবৃত্তীয় পথ ধরে।
তুমি হাঁটছ,
আমি হাঁটছি,
আমি হেঁটে যাবো চিরদিন।
তুমিও হেঁটে যাও—
আমার ভালোবাসার ইচ্ছাগুলিকে মারিয়ে,
আমার অশরীরি প্রেমাত্মাকে ব্যাবচ্ছেদ করে।
শুধু; মাঝপথে ঐ কক্ষপথটাকে ব্যাবচ্ছেদ করো না।
ন’লে যে আমার বুকখানা খান খান হবে,
ধূলায় মিলাবে আমার শেষ ইচ্ছাটাও।