আমি একদিন হব মখোমুখি তোমার;
ভালবাসার সব নিভন্ত শিখা জ্বেলে;
সূচালো প্রশ্নবানের সুতীক্ষ্ণ আক্রমণে—
ছিন্ন করব তোমার গর্বের বেড়াজাল।

আমি সেইদিন হব মুখোমুখি তোমার;
যেদিন সমস্ত আকাশে-বাতাসে ধ্বনিত হবে
আমার ভালবাসার উপেক্ষার বাণী,
হৃদি-পল্লবের উজাড়িত নির্যাস আসবে ফিরে
আমারই দ্বারে, তোমার রুদ্ধ বাতায়ন হতে।
আমি সেইদিন হব মুখোমুখি তোমার;
যেদিন আমার ভালোবাসার সুসজ্জিত কানন
সকল পুষ্পরাশি ঝরিয়ে দীনহীন হবে।
তবু সে কাননের দীনতা ঘেরি উড়াব সেদিন
তৃষিত অলি— মধু হননের দারুণ নেশায়!

আমি সেইদিন হব মুখোমুখি তোমার;
যেদিন অভিমানিনীর মানের বাতাস ভারি হবে;
নিভিয়ে দিয়ে যাবে আমার প্রেমের জ্বলন্ত প্রদীপ;
আমার প্রেমের ভুবন ভরিয়ে দেবে তমসার ঘোরে।
পুরনো স্মৃতির ধূলি ঝেড়ে প্রেমের শিখাটি—
আবার জ্বালাতে আমি মুখোমুখি হব তোমার।