ভেবেছিলেম হব আমি ভুবনজয়ী বীর,
বিশ্বজগৎ আমার তরে করবে নত শীর;
ভাবনাখানি পায়নি কায়া
বীরত্ব তাই অধরা ছায়া—
লক্ষচ্যুত হয়ে গেলো আকাঙ্ক্ষার তীর।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
ভেবেছিলেম হব আমি মহা ধনবান,
মুক্ত হস্তে অসহায়ে করে যাব দান;
হব আমি লোকমান্য
করবে সবাই ধন্য ধন্য—
জগতের মাঝে আমি হব মহীয়ান।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
ভেবেছিলেম হব আমি মস্তবড় কবি,
ছন্দের তুলি দিয়ে আঁকব কত ছবি;
কবি হওয়া নয়কো সোজা
নামিয়েছি ভাবনার বোঝা—
কবি হয়ে থাকগে ওই ঠাকুরবাড়ির রবি।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
ভেবেছিলেম হব আমি গুণী অভিনেতা,
ছড়িয়ে যাবে বিশ্বময় আমার গুণের কথা
দক্ষ অভিনয়ের জোরে,
অস্কার জিতে আনব ঘরে
গুণহীনতায় মিছে হল আশার আঁচল পাতা।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
ভেবেছিলেম হব আমি কৃতি খেলোয়াড়,
জিতে নেব নামী-দামী অনেক পুরস্কার;
চেষ্টা করে দু’চারটা দিন
দেখলাম তা বড্ড কঠিন
খেলাধুলা আয়ত্বটা হলো না তাই আর।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
ভেবেছিলেম হব আমি এক রাজনীতিবিদ,
সে ভাবনা ভাবতে গিয়ে হারিয়েছিল নিদ;
রাজনীতিটা মস্ত জটিল
হতে হয় নিজকে কুটিল
জটিলতার কথা ভেবে হারাল মনের জিদ।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!
হতে আমি চেয়েছিলেম আরও কত কিছু
আমার মনের চাওয়াগুলো ছিল অতি উঁচু।
হলো না তার কিছু হওয়া
শুধু ভাবনা ভেবে যাওয়া—
ভাবনাগুলো নিয়ে নিল ব্যর্থতার পিছু।
ব্যর্থ হওয়া ভাবনা নিয়ে ভেবে মরি তাই—
কেমন করে কি যে হলো— দুত্তুরি ছাই!