হাতের কাছে মানিক রেখে খুঁজে এলাম দূরে,
কে জানিত মানিক ছিল লুকিয়ে নিজ ঘরে?
আজন্মকাল দূরের মায়া
সৃষ্টি করে মোহের ছায়া;
হা-হুতাশের গড়ছে সেতু মানুষেরি তরে।