ভাগ্যদেবী এ তোমার কেমন স্বভাব!
এত চেষ্টা করি তবু, ঘুচে না অভাব।
সৌভাগ্য দানিতে কি তোমার ক্ষতি?
এত বলি অভাগা জানায় আকুতি।
শুনিয়া ভাগ্যদেবী কহেন মৃদু হেসে,
শুধুমাত্র কায়িক শ্রম বড় একপেশে।
সাথে যুক্ত করে নাও বুদ্ধির চাতুরী,
দুর্ভাগ্য ভাঙনের এ মোক্ষম হাতুরী।