সুখের ঘরে হঠাৎ করে দুঃখ দিল হানা
বলল সে এখন থেকে হাসতে তোর মানা।
সেই শাসনে প্রতি ক্ষণে হাসি রাখি চেপে,
নুইয়ে মাথা হাসির কথা সদায় বলি মেপে।
দুখের সাথে লড়াই করি হাসির কথা ভুলে,
সুখের মালার মুক্তোগুলো পড়ছে সব খুলে।
জীবন আমার পুড়িয়ে দিল দুঃখের দাবানল,
কেমন করে এই দহন জ্বালা করিব বিকল?