সদ্য যে সংবাদটি আমাকে আহত করল
তার জন্য সারারাত ঘুম হবে না হয়তো,
জেগে জেগে লেখা হবে বিষন্ন কিছু পঙ্ক্তি
তাদের রুদ্ধশ্বাস গড়ে তুলবে একটি বিরহ কবিতা।

যার ভালবাসা আমাকে কবিতা লিখতে উদ্বুদ্ধ করেছিল,
প্রেমের মন্ত্রে যে আমাকে করেছিল কবি,
আমাকে লিখতে শিখিয়েছিল সুখের কবিতা;
সে আজ দুঃখ দিয়ে হারিয়ে গেল আমার জীবন থেকে।

এই যে বিষাদ ভরা চির-বিরহ বারতা;
আমাকে আজ নিশিযাপনে বাধ্য করবে।
সেই সুখস্মৃতিরা আজ বিষাদ ব্যাকুল হয়ে—
বিরহের কবিতা হয়ে কাঁদবে এই দুঃসংবাদের ভিড়ে।