খাঁচার পাখি ডেকে বলে, বনের পাখি ভাই রে
খাঁচার ভিতর সুখের স্বর্গ দেখবি যদি আয় রে;
নিত্য পাবি আহার দানা,
হিংস্র প্রাণীর নেইকো হানা;
ভয়াবহ বনের জীবন আয় না ভুলে যাই রে।
বনের পাখি বলল— না-না,
চাই না অমন বন্দীখানা;
স্বাধীনতার স্বর্গে আমি মুক্ত জীবন চাই রে।