মানুষের ঘাড়ে বসতি গেড়েছে অনিয়মের ভূত!
মনুষ্যত্ব বিসর্জনের বিজয়া দশমী নিত্য নবায়িত করে—
দুর্দণ্ড প্রতাপে বিচরণ করে দুর্নীতি-চাঁদাবাজি-টেন্ডারবাজি
চুরি-ডাকাতি-লুটতরাজ— আরও কত কী!
অপশক্তির আঘাতে মন্দিরের মূর্তি ধ্বংস হয়,
গুঁড়িয়ে যায় ভাস্কর্য; বদলে যায় ইতিহাস-ঐতিহ্য
পাল্টা রেসারেসির বলি হয় মন্দির-মসজিদ-উপাসনালয়
বোমাবাজির ঘৃণ্য আগ্রাসন থেকে রেহাই পায় না
পবিত্র উপাসনালয়ে উপাসনারত ধর্মপ্রাণ মানুষ;
রাঙা চোখের দহনে পুড়ে খাক হয় সংস্কৃতির আখড়া,
সংযমের ছদ্মাবরণে চলে ভক্ষকের গ্রাসলীলা;
ধ্বংসের পয়গাম ভাসে বাতাসে বাতাসে।