অসীম ধৈর্য নিয়ে
বাঁধ বন্ধু বুক,
নিয়তি যতই তোমায়
মারুক চাবুক।
ধৈর্যহারা হয়োনাকো
বিপদের দিনে,
কি করে বিজয় তবে
নিবে তুমি ছিনে?
ধৈর্যের প্রদীপ শিখা
সিদ্ধ হস্তে জ্বালো,
আঁধারের ঠিক পরেই
জেনে রেখো আলো।