আপন ধর্মকে শ্রেষ্ঠজ্ঞান করে পরধর্মের প্রতি বিদ্বেষ;
কোনো প্রকৃত ধার্মিকের কর্ম নয়, ধর্মের লেবাস আর
ধার্মিকের মুখোশ পরে তবু চলে এই অধর্মের খেলা।
আল্লাহ, ভগবান, গড— একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন নাম;
প্রত্যেকে যদিও এ মানে— মানতে পারে না শুধু ভিন্ন মতটাকে।
অথচ সব পথ এক মহানের সৃষ্টি; তার গন্তব্যও এক।
মত আর পথের পার্থক্য নিয়ে ব্যস্ত আজ ধার্মিকের দল
ধর্মের আদর্শ ভুলে; বিদ্বেষের আগুন তাই দিকে দিকে জ্বলে।