দেশ আমার মাতৃভূমি
মায়ের সমতুল,
ভালবাসা দিতে তারে
কেমনে করি ভুল?

মমতাময় মাটি যে তার
মনের গভীর তলে,
ভালবাসার প্রদীপ জ্বালে
প্রদীপ্ত জ্বলজ্বলে।

গর্ভে ধারণা না করলেও
তবু সে জননী,
মমতারই সুধা তাহার
জীবন সঞ্জিবনী।