দেশ আজ হয়ে গেছে অরাজক পুরী,
সোনার বাংলা জ্বলে-পুড়ে হয়ে গেছে ছাই,
ঠিক যেন জাহেলি যুগ নিয়েছে এসে ঠাঁই;
অরাজকতা উড়ে এসে বসিয়াছে জুড়ি।

পরিশ্রমে ধন আনে— আজ শুধু এ স্তুতি
দিবারাত্র নিরলস খাটাখাটির পর-
অর্ধাহারে-অনাহারে কাটায় শ্রমিক বর;
দুর্নীতিটাই এখানে আজ ধনের প্রসূতি।

সম্ভাবনা ছিল বড়— বাংলা হবে সোনা,
সম্ভাবনার গলা টিপে, দেশপ্রেম ঝেরে ফেলে;
দেশটাকে আজ রসাতলে দিল কারা ঠেলে?
সম্ভাবনার সোনা আজি হয়েছে তাই নোনা।