ঘরে আমার সুন্দরী স্ত্রী— আমার পরান পাখিসম
জীবনে যে সবচেয়ে বেশি ঠকেছে, আমায়
জীবন সঙ্গী করে; আমার থেকে মুখ ফেরানো
উড়ো উড়ো মন তার বার বার উড়ে যাবার
ব্যর্থ বাসনা ভেঙে মুখ বুজে পড়ে রয়
দাম্পত্যের জটিল বাঁধন আঁকড়ে।

হায় একি কঠিন শৃঙ্খল মুক্ত পাখির তরে;
পাখা আছে— নেই শুধু উড়াবার অধিকার।

আমার আকাশ ছিলো সুনীল-শুভ্রতার ঠাঁসা
হৃদয় আকাশ আজ ঢেকে দিতে চায়
কুয়াশার কালো ছায়া; উড়ন-অক্ষম পাখিটির
ডানা ঝাড়ার ব্যর্থ কলরোলে। হায় পাখি—
কেন তবে পড়েছিলে এ দাম্পত্য শৃঙ্খল?