ছয়মাস পরে আবার তোমার সাথে দেখা হলে পরে
সুপ্ত বেদনা আমার গাঢ় হয়ে ওঠে,
বিরহের মনুমেন্ট— হৃদয়ের মন্দিরে;
আবার ছয়মাস পরে।
মনে তোমার ভাবনা ছিল, এতদিন পরে
সাক্ষাতের তরে এসে যদি না সে মেলে
সন্ধিক্ষণ হায়! বুঝি তাই দেখা হল
ক্ষণিকের তরে; বিরহ নজরে—
আবার ছয়মাস পরে।
বুকের গভীরে আমার জেগে ওঠা বেদনা পাহাড়
ঠেলে দিতে যে আশাটি ধরিয়াছি মনে;
আশা আমার কেঁদে মরে, ক্ষণিক দেখার তরে
আবার ছয়মাস পরে।
ছয়মাস পরে তোমার আমার
আবার দেখা হয়,
শুধুই যে দেখা আর কোন কথা নয়,
বুঝিয়াছি এর চেয়ে না দেখাই ভাল ছিল ঢেঢ়
গুপ্ত ব্যথা সুপ্ত রাখাই বুঝি ছিল শান্তি বড়,
মরা ঘা’কে চুলকিয়ে কে তাজা করতে চায়?
প্রেমের তাড়না শুধু দিতে জানে হায়—
স্থূল এ ঝুঁকিটারে প্রেমিকের তরে,
আবার ছয়মাস পরে।
ছয়মাস পরে, আবার মাস ছয় পরে
হঠাৎ দেখা হয় তোমার আমার
সাক্ষাতের কথা নয়, তবু স্মৃতি ঝরে।
মিটেছে যে পাওনা-দেনা সব দু’জনার
ছয় মাস আগে।
তবু হায় কিযে সাধ আবারও যে ঝরে
আবার ছয়মাস পরে।