ছোটবেলার খেলার সাথী পাশের বাড়ির মলিনা,
তার সাথে ভাবের কথা ভুলেও কারে বলি না।
জীবন সাথী বধূ আমার—
সুখ-দুখের সকল আধার;
কত কিছু ভুলতে পারি বিয়োগ ব্যথা ভুলি না।