চপল মনের মধ্যিখানে একখানা পাখি
নিভৃতে বসে শুধু করে ডাকাডাকি।
ডাক শুনে মনটা যে হয় উড়ো উড়ো
মনের মাঝে কেমন এক ভাব হয় শুরু।
জানি নাতো পাখিটার মনে কিযে আশা,
মনের মাঝে অচিন পাখি ধরায় কেমন তৃষা!
কিসের তৃষা ধরল মনে ভেবে তো না পাই
ভালোবাসা নাম কি মনে হয়েছে খোদাই?