কেন এত প্রেম আর এত ভালোবাসা
কিবা এর ছিল প্রয়োজন?
বিকশি যে স্নেহজাল দিয়ে স্নেহভাষা
কেন এই বৃথা আয়োজন?
কেন এত স্নেহ আর এত অনুরাগ
হৃদয়ের গভীর কোটরে,
কেন যে আদর এত, এতযে সোহাগ
অকারণ ঝরিয়া পড়ে?
কেন এত ছল আর মিছে আশাবাদ
ছলভরা যুগল অধরে?
দেখিনু ভাবিয়া আমি সকলি প্রমাদ
শিশিরের মত যায় ঝরে।
কেন যে সত্যি প্রেমের এত অনাচার
ছলনার মায়াজাল ঘেরি?
কেন বা করিছ তারে এমন প্রহার;
দিয়ে ছলনার মায়াপুষ্প চেরি?