আঁকা-বাঁকা মানচিত্রের একটা
ছোট্ট সুন্দর ব-দ্বীপ
উপরে সুনীল আকাশ
দু’এক টুকরো মেঘ
মেঘের রং বদলের খেলা
উজ্জ্বল সূর্য
সোনালী রোদ
আর নিচ সবুজ মাঠ
সোনালী ধান
আঁকা-বাঁকা স্রোতস্বিনী নদী
দু’কূলে কাঁশবন
টলটলে জল
জেগে ওঠা বালুচর
হীরক উজ্জ্বল শুকনো বালি
মাতাল বাওকোমটা
কালবোশেখীর ঝড়ে নত বৃক্ষশাখা
প্লাবিত জনপদ
চলার আঘাতে গড়া সরু মেঠো পথ
পাহাড়
জঙ্গল
পাখির কূজন
গাছে ফোঁটা বাহারী ফুল
সবুজের সমারোহ
একটি সুন্দর ছবি!
রাতে তারকাখচিত আকাশ
জোছনা ঝরানো চাঁদ
তিথিভেদে চাঁদের খণ্ডায়ণ
নিঝুম অন্ধকার
জোনাকির আলো
শেয়ালের চিৎকার
কুকুরের ক্রোধঝরা হাঁক
পাখিদের প্রহর গুণা
ভোরের কুয়াশা
সবমিলে একটি অপরূপ ছবি!