জানি, একদিন ছিঁড়ে যাবে প্রীতিবাঁধা ডোর
সতত সম্প্রীতি রাশি যাবে বহুদূর।
থাকবে না প্রাণাবেগ, জমবে তাতে ধূলা
হাহাকারে নিরব প্রাণ করবে শুধু খেলা।

থাকবে না একদিন জানি প্রাণাবেশ,
এ মাটির কোলে তবু রবে কিছু রেশ।
নশ্বর এ দেহ আর চঞ্চলতা রাশি—
বণ্টিতে বসিবে জানি পঞ্চেন্দ্রীয় রাশি।

তবুও জানার আশা পূর্ণ জীবনময়
জানিবার মোহমুদ্ধে যদিবা জীবন ক্ষয়।
জানিলাম শেষে এই চিরসত্য পৃথিবীর,
জাগরণান্তে ঘুমের ঝুঁকি, জীবনান্তের মৃত্যুর।