চাপ চাপ চাপ, সারা জীবন চাপ
এর থেকে কোনো মতে নেই কারো মাপ।
শৈশবে অক্ষমতায় ভেস্তে যায় সাধ মেলা,
কৈশোরে বিদ্ধ করে পড়ার ঝামেলা।
যৌবনে জীবন ক্ষয় কর্মের সন্ধানে,
এত এত পুঁথি পড়ে জীবনের কী মানে?
হয়তো শেষে মিলে কর্ম বহু ঘামের দামে,
তাতেও উঠে ঊর্ধ্বশ্বাস হাড়ভাড়া শ্রমে।
তারপরে নেমে আসে বয়সের ভার;
সাথে এসে জড়ো হয় চাপের পাহাড়।
জবুথবু অক্ষম হয়ে পরাধীন—
চাপের মুখেতে গুণে মৃত্যুর দিন।
অবশেষে চলে আসে মৃত্যুর ধাপ
সেখানেও মাটি কিংবা চিতাকাষ্ঠের চাপ।