সূর্যেরে কহিল চাঁদ, গর্ব তোমার রাখ;
দিনে এত তেজ ঢালো রাতে কোথা থাক?
রাতভর জেগে আমি ছড়াই আলোর বান,
সূর্য কহে, ভুলিও না সেও আমার দান।