বুকের মধ্যে আছে এক বিশাল উর্বর জমিন
অথচ তাতে এক চিলতে ভালোবাসার বড় অভাব,
তাইতো বুকের অন্দরে অন্দরে আজ
ভালোবাসার চাষ হবে।
চাই সুস্থ উন্নত বীজ,
চাই একজন সুদক্ষ্ম চাষী;
অতি সযতনে যে নিড়িয়ে-কুড়িয়ে,
তৃষ্ণার জল সেঁচে সেঁচে—
ভালোবাসার গাছগুলোকে বড় করে তুলবে।
বড় হয়ে গাছগুলো ফলবান হবে,
ঘুচে যাবে সনাতন প্রেমের প্রত্যাশা।