অনেকদিন ধরে বুকের মধ্যে
একটা গুরু পাথর জমে আছে।
ইদানিং জীবন্ত হয়ে উঠছে পাথরটা,
আমারই বুকের তাজা রক্ত খেয়ে;
রাতারাতি বেড়ে উঠছে সে—
পর্বতপ্রমাণ হবার দুরন্ত প্রতীক্ষায়।
সম্প্রতি অনুভব করছি তার বেড়ে উঠার—
উচ্ছ্বাসঘন লাফ-ঝাঁপ। আমার হৃদপিণ্ডের মধ্যে,
লাগছে এসে তার নাচের আঘাত।
জ্যান্ত পাথরচাপা বুকের আর্তি চেপে ভাবি—
রসালো বুকটার উর্বরতার কথা:
গর্ভধারিণীর মত নিজেকে নিঃশেষিত করে,
ক্ষুদ্র পাথরের নিষ্ক্রিয় ভ্রূণটাকে জ্যান্ত করে
আশ্চর্যে-আড়ালে বড় করে তুলল সে!
নিজেকে প্রশ্ন করি বার বার—
বুকের মধ্যে এ পাথরটা পুঁতেছিল কে?
মনে মনে খুঁজে ফিরি সেই মোহাকর্ষক মুখ।
না-না, কেউতো আমার হৃদয় স্পর্শ পর্যন্ত করে নি!
তবে কি বিনে পরশে পাথর পোঁতার
জাদুকরী শক্তি খাটিয়েছে কেউ?