এখানে দুখের দিন আসে;
আসে ঝঞ্ঝাক্ষুব্ধ অফুরন্ত দিন!
হতাশার দিন শেষ হয়েও হয় না।
দিন যায়—
আসে আতঙ্কের রাত!
বিমর্ষ আঁধার রাতের বহতা পাখা
স্থবির হয়ে খেলা করে বেদনার সাথে।
ভয়াবহ রাত কী পোহায়?

এখানে জীবন খেলে যুদ্ধ যুদ্ধ খেলা
বাঁচার যুদ্ধ, অনিয়মের যুদ্ধ, অধিকারের যুদ্ধ,
অন্নের যুদ্ধ, বস্ত্রের যুদ্ধ আরো কত কি!
এখানে স্বপ্ন-সাধ ভেঙে চুরমার।
এখানে যুদ্ধের নাগপাশ।
এখানে অনিশ্চিত জীবনের হতাশা!
এখানে হাহাকারের গান বাজে;
বেজে চলে থমথমে সুকরুণ স্বরে।
এযে আমার প্রিয় জন্মভূমি,
বিস্মিত বাংলা!