খোলা মাঠে তরবারিটা নাও ঢুকিয়ে খাপে;
একতরফা জোর খাটিয়ে বীরত্ব কি মাপে?
বাঁশবনেতে শিয়াল রাজা,
শাসাতে চায় সকল প্রজা;
গভীর বনে বাঘের ভয়ে বুকটা তাহার কাঁপে!