লোকে বলে বীরের জাত: বাঙালি
লাজ শরমের গোষ্ঠী মেরে,
হাত বাড়াতে যারা পারে;
তাদের তুমি বলবে কি: কাঙালি?

ভাবছ কেন বন্ধু এদের: যা-তা
এরাই মহান এরাই সেরা,
অনেক কিছুই পারে এরা;
রক্ত দিয়ে এনেছে এরা: স্বাধীনতা।

সেরাদের আজ কেন তবে: দুর্গতি?
নেই উঁচু আর তাদের মাথা,
ভুলছে জগৎ তাদের কথা;
ঢুকেছে তাদের হৃদয়পুরে: দুর্মতি।

ঠিক ধরেছ বন্ধু তুমি: বেশ বেশ
না করলে দেশের প্রীতি,
লুটবে ধূলায় সকল রীতি;
রবেনাকো দেশের কিছু : অবশেষ।