যখন আমার ভাত ছিল না ঘরে
মুখে রুচি ছিল সীমা ছাড়া,
ভাতের অভাব গেছে এখন মরে
মুখের রুচি হয়ে গেছে হারা।

বিধি তোমার কেমন বিচার হলো
প্রশ্নবাণে বিদ্ধ আমার প্রাণ,
কেমন করে বিফল হয়ে গেল?
এ জগতে তোমার স্নেহের দান!