পেশীশক্তির জোরে যারা যা খুশি তাই করে বেড়াচ্ছে,
দেখাচ্ছে ইহ জগতের বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল;
অসীম ক্ষমতার দাপটে পার হচ্ছে বিচারের কাঠগড়া,
পরকালের কাঠগড়ায় তাদেরও বিচার একদিন হবে।
মানুষ সর্বদর্শী নয়, গোপন অপরাধ সনাক্তেও অক্ষম,
কিংবা সর্বজ্ঞ, সর্বময় ক্ষমতার অধিকারীও নয় তারা।
তাই ইহজাগতিক মানুষের বিচার সর্বদা ভুল-ত্রুটিপূর্ণ,
বেপরোয়া মানুষের লাগাম ধরতে তবু এ বিচার ব্যবস্থা।
কিন্তু সর্বজ্ঞের বিচার সভায় পেশিবলের কোন ঠাঁই নেই,
নেই রক্তচক্ষু প্রদর্শন করে শাস্তি এড়াবার কোন উপায়।
নতমুখে সেদিন হাজির হবে সবাই বিধির বিচার সভায়,
নির্দোষী উৎরে যাবে, দোষী কিছুতেই পাবে না নিস্তার।