বিবেক বলল, দৃষ্টিভঙ্গি বদলাও- ভাগ্য বদলে যাবে, বদলে যাবে জীবনবিধান।
বিবেকের তাড়না থেকে নিজেকে বদলাতে যাই, পারি না। তাই জীবনের অনেক কিছুই বদলায় না- অপরিবর্তনীয়ই থেকে যায়।

মানুষ অভ্যাসের দাস, আবার অভ্যাসকে দাস করাও মানুষেরই কর্ম। এমনই দুর্বল-প্রতিজ্ঞ মানুষ আমি; আজীবন অভ্যাসের দাস হয়েই রইলেম, দৃঢ়-প্রতিজ্ঞার বাঁধনে বেঁধে অভ্যাসকে নিজের দাস করা আমার হয় না।

আমার মতো মানুষের সংখ্যা সমাজে বিরল নয়। তাইতো সংখ্যাগরিষ্ঠের বদলে নেওয়া শুভ দৃষ্টিভঙ্গির অভাবে সমাজ বদলের ধারা স্থবির হয়ে পড়ে। বাস্তবে পরিবর্তনই এই জগৎ-সংসারের নিয়ম।

গতিময় জগতের এই পরিবর্তনশীলতার নিয়মে একদিন সংখ্যাগরিষ্ঠ মানুষের অশুভ দৃষ্টি-ভঙ্গির বাঁধন খুলে যাবে। সেদিন সংখ্যাগরিষ্ঠ মানুষের বিবেক তাড়া দিয়ে উঠবে। রক্ষা পাবে পরিবর্তনের ধারাবাহিকতা।

চিন্তাশীল বিবেক বলে, এ কথাই সত্য।