বিবাদকালে সর্বক্ষেত্রে আপনার দোষ;
ধরিতে মানুষ যদি করে সদা হুশ—
বিবাদের অগ্নিশিখা হয় অধোমুখ;
জগত প্লাবিত করে অমিয় আলোক।