ভুল করা মানুষের সহজাত ধর্ম,
লঙ্ঘিতে না পারে নর ভুলের এ কর্ম।
ত্রুটিপূর্ণ জীবনের পথখানা ধরি;
টিপিটিপি পা ফেলে আসে ভুলের অরি।
ভবজুড়ে ভুল থেকে সফলতা ঝরে,
রখো সুখে হৃদয়ে সে শিক্ষাটুকু ধরে।
মানবতা যদি রয় মানব হৃদয়ে-
নবরূপ লভি ত্রুটি ওঠে ফুল হয়ে।
বজ্রের আঘাত সহা মানব হৃদয়,
জীবন গড়তে পারে তূচ্ছ করি ভয়।
বদ্ধমূল হয় যার এই ধ্যান-জ্ঞান-
নমস্য হয় তার জীবন উপাখ্যান।