বোটা ছিঁড়ে যেই পড়িল একটি রসাল ফল,
তারে নিয়ে কাড়াকাড়ি জুড়ল ছেলের দল।
আজকে কাহার ভাগ্য সরস?
ভাগ্য সদা সবলের বশ;
সেই জিনিবে যাহার গায়ে আছে বেশি বল।