গিন্নি কহে, ক্ষোভে আমার পিত্ত জ্বলে যায়;
কাজের মেয়ে শাহিদা কেন তোমার পানে চায়?
হাফ ছেড়ে আমি বলি,
শঙ্কা তোমার যাও ভুলি
হাত বাড়ালেই বামুন কি আর চাঁদকে হাতে পায়?