যেখানে জীবন ছিল ঝঞ্ঝাক্ষুব্ধ পাখি,
নীড়হারা ধূলিতলে অশান্ত মলিন;
সেখানে কে বেঁধে দিল সুধাময় রাখি
আশাক্লান্ত বেদনারে করতে বিলীন?
কেবা সেই মহিয়সী— করল এ জাদু?
সে আমার শুভকামী, সে আমার বধূ।
যারে পেয়েছি আমি নব জীবনের তরে
সে যে এক মায়াময়ী, প্রেমময়ী নারী
তার মায়ামাখা প্রেম খেলে আমারি অন্তরে;
অন্তরের ধন হয়ে দিবশ-শর্বরী।
প্রেমসুধা দায়িনী সে আমার তরে শুধু—
সে আমার প্রেয়সিনী, সে আমার বধূ।
কোনদিন চাইনি তারে জীবনসঙ্গী করে,
সে যে ছিল ভাবনার দূর আকাশের তারা;
কবে কখন বাস নিল সে আমারি অন্তরে,
কবে কখন মিলল এসে দুইটি মনের ধারা?
এ জানি না, জানেন এসব অন্তর্যামী শুধু—
বুঝেছি এ সাথী আমার জনম-জনমের বধূ।