ওরা বলে তুমি নাকি নষ্ট হয়ে গেছো।
নষ্ট হওয়া কাকে বলে আমি বুঝি না,
শুধু বুঝি— তুমি সুন্দর, সুন্দর তোমার মন।
সেই সুন্দরের পূজারী হয়েই আজো আছি;
থাকবো চিরদিন।

সুন্দর মন কি কখনো নষ্ট হতে পারে?
সুন্দর তো চিরকালই সুন্দর!
কারো কথায় আমার কিছু যায় আসে না।
আমার বিশ্বাস, অন্তত এখনো তুমি সুন্দরী
তোমার সুন্দর মনটাকে বিকিয়ে দাওনি।