হে ঈশ্বর, তোমার করুণা ধারা ঢালো
বাঙালির হীন প্রাণে; ঘরে ঘরে জ্বালো
মানবতার শিখা, দূর কর হানাহানি
ঘৃণা, দ্বেষ আর মৃত্যুর হাতছানি।
তোমার আশীর্বাদের শাণিত খড়গে ছিন্ন করো
জাতের ভিন্নতা, হিংসা-কাতর ধর্মের দুয়ারে ধরো
বাস্তব ধর্মজ্ঞান শিখা। তোমার অহিংস রূপখান
সতত সবার প্রাণে অক্ষয় হয়ে থাকুক মূর্তিমান।