ধন, মান, ক্ষমতা— আর চাই সুখ
চাওয়া-পাওয়ার আশায় ভরা বুক।
দুরন্ত আশার ঘোড়া
ছুটে ছুটে দিশেহারা
টগবগিয়ে যত ছুটে বাড়ে তত দুখ।