হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে এতিম এক ছেলে,
এ ছাড়া আর করবে কী সে ক্ষুধার তাড়া পেলে?
বাপ-মা হারা এই ছেলেটির খাবার যোগায় কারা?
দয়ার বশে দু’এক টাকা দান করে যাহারা।
এমন ছেলের জন্যে যাহার একটু দয়া হয়;
দ্বার খুলিয়া স্বর্গ তাহার প্রতীক্ষাতে রয়।