দেশখানা ভাসছে দুর্নীতির বন্যায়
মেনে নিতে হবে তবু এ অন্যায়,
দুর্নীতিগ্রস্থদের প্রতিবাদের ভাষা
না ফেরার দেশে বেঁধেছে বাসা।
আইনের চোখে যদি পড়ে ঠুলি
নীতির দেয়াল পড়ে তবে খুলি,
সরষের মাঝে যদি ঢোকে ভূত
ভূত ছাড়াবার খেলা হয় অদ্ভূত।
উন্নতির জোয়ারে দেশ নাকি ভাসছে
অভূক্ত মানুষ সুখে নাকি হাসছে।
লোক দেখানো এই মিছে প্রহসন
কতকাল মানবে দেশের জনগণ?