একদিকে অভাবের গ্রাস
অন্যদিকে কবিতার প্রেম,
দুয়ে মিলে গড়ে উঠে
অনন্ত কাব্যের হেম।
একদিন হয়তো ফুটে
উঠবে এই অনুপ্রাস।
দারিদ্র্য আমায় নিরবধি-
পুড়িয়ে করে তোলে খাঁটি,
কবিতার ভালোবাসাখানি;
কবিত্বের দুয়ার আঁটি
বসি, দেয় হাতছানি-
বহাতে কাব্যের নদী।