আজকে আমায় ফাঁকি দিলে
কাল এ হাতে পড়বে ধরা।
জ্বেলে গেলে উপেক্ষার আগুন
ভেবেছ কি আমি সর্বহারা?
ঘৃণার চোখে দেখিছ আমায়
তাইতো আজি ভাবিছ পর,
বুঝিবে সেদিন কতযে আপন
বাঁধিব যেদিন তোমার ঘর।
অন্তরে তোমার বাঁধিয়াছি ঘর
এবার বাহিরে বাঁধার পালা,
জান না তুমি এ অন্তর জুড়ে
রয়েছে কতটা বিরহ জ্বালা।
তোমার প্রেমের ভিখারি সেজে
করেছি তোমায মনের মণি,
তোমার তরে দিয়াছি সপিয়া
আমার পাগল হৃদয়খানি।