কোকিলের কণ্ঠ শুনে মুগ্ধ কালো কাক
গলা ছেড়ে দিতে গেল সেইমত ডাক;
কুহু গান ছাপিয়ে তার ওঠে কা-কা সুর
সুর শুনে সবাই তারে করে দূর-দূর!