দেশজুড়ে বর্ষিছে অন্যায়ের বৃষ্টি
নির্বাক মানতে হবে এই অনাসৃষ্টি,
বিষাদের প্লাবনে ভাসছ জনপদ।
ধৈর্য ধরে রাখ হাজারো আঘাতে,
কণ্ঠের লাগামটা ধর জোর হাতে
মুখ ফুটে বল যদি তবেই বিপদ।
এই মহা দুর্যোগ একদিন কাটবে,
বেদনার হাঁড়িটা একদিন ফাটবে,
নশ্বর এ জগতের কিছু স্থায়ী নয়।
ধৈর্য ধরে ততদিন থাকো নিশ্চুপ
জমুক অনিয়মের সুবিশাল স্তূপ
সময়ের ছোবলেই সব হবে ক্ষয়।