শতকোটি আলোকবর্ষ ব্যেপে
আলোক-বিন্দু তারকার রূপে;
সংখ্যাতীত গ্রহ-নক্ষত্রের মেলা
জগদীশ্বরের এক বিস্ময়ের খেলা।
অনন্ত সে জগতের বিস্ময় খবর
কতটুকু জানে তার সীমাবদ্ধ নর?