অশরীরি আবেগের অদৃশ্য পায়ে হেঁটে
ভালোবাসা আসে কামনার পথ বেয়ে।
প্রেমকাতর এই হৃদয়টাকে মন্ত্রমুগ্ধের মত
বাধ্য করে; আমার বুকে এসে বাসা বেঁধেছিল
একটি মেয়ের প্রেম।
বাধ্যগত প্রেমিকের মতই আমি
তার সব কথা রেখেছি। রাখেনি শুধু সে!
কথা ছিল, নববর্ষের শুভ সূচনায়
আমাদের প্রেম পূর্ণতা পাবে।
পরিণয়ের অমোঘ উল্লাসে আমি প্রস্তুত;
আমার অপেক্ষার উৎকণ্ঠা ভাঙাতে সে এলো না।

সেবার ওর কুড়িতম জন্মদিনে আমাকে নিয়ে
সারাদিন ধরে ঘুরে বেড়াবার স্বপ্ন দেখিয়েছিল,
কিন্তু অভাগার কপালে সে আর হলো না,
আমার স্বপ্ন ভেঙে দিয়ে বান্ধবীদের নিয়ে
ফূর্তি করে বেড়াল সে সারাদিন।

সে আমার হাতে হাত রেখে বলেছিল—
তোমাকে না পেলে তার বাঁচা হবে না,
নির্ঘাত মরে যাবে! আমায় পাওয়া হয়নি তার
পাবার কোন সম্ভাবনাও এজন্মে আর নেই,
অথচ এখনো সে দিব্যি বেঁচে আছে
পরের ঘরের ঘরণী হয়ে!
একে একে আমি তার সব কথা রেখেছি,
রাখে নি শুধু সে!