তোমার প্রেম বাগানের দখনে হাওয়া
পরশ যখন দিচ্ছিল এই প্রাণে
বাতাস গেল ঘুরে,
সহসা ফুটিল সে প্রেমের ছোঁয়া
শিকল ভাঙার গানে;
এ দগ্ধ হৃদয় জুড়ে।

সেই থেকে শুধু গেয়ে যাই গান
নিরীহ জনতার,
তৃষিত চিতে—
দীনহীন যারা; দিতে হবে ত্রাণ
আমার বাংলার
সকল অবহেলিতে।

ফসলের মাঠে যারা খেটে মরে
আমাদের সুখ লাগি—
কাঠফাঁটা রোদ্দুরে,
হৃদয় আমার সে বিরহ সুরে
সহসা উঠিল জাগি,
প্রিয়ার বিরহ ধরে।

ভাবিবার তো নাই অবসর
প্রিয়া তব মুখখানি;
নতুন প্রেমের তাড়ায়,
তোমায় নিয়ে রচিব বাসর—
ভুলে যাও এ নিষ্ঠুর বাণী;
শাপগ্রস্থ করো না আমায়।

কত জনতার প্রেমিক আমি
দেখ ভেবে ক্ষণতরে;
বারেক নিরালা বসি,
এ প্রেম যদি না মান তুমি—
বাংলার ঘরে ঘরে,
উঠবে কেমনে শশী?

এযে আমার মহান গর্ব
সব জনতা লয়ে,
গেয়ে যাই কত গান,
প্রিয়ার প্রেমেরে করিয়া খর্ব
মেতেছি সবেরে লয়ে,
করিবার তরে ত্রাণ।