আকাঙ্ক্ষার বীজ থেকে জন্ম নেয়া বৃক্ষের নাম অভাব,
সাধ্যের বেশি প্রাপ্তির প্রত্যাশায় তার নাছোড়বান্দা ভাব।
হৃদয় জমিনে আকাঙ্ক্ষার বীজটি পুতেছিলাম আশায়,
কালেভদ্রে যদি তা অঙ্কুরিত হয়ে ফলবান বৃক্ষ হয়ে যায়;
তবে  ফলবান বৃক্ষটি হবে আকাঙ্ক্ষা পূরণের মন্ত্রশক্তি,
মিলে যাবে আকাঙ্ক্ষার দংশন থেকে আমার চিরমুক্তি।
পুতে রাখা বীজটি অঙ্কুরিত হয়ে অলক্ষ্যে বেড়ে উঠলো,
তারপর বৃক্ষটি জুড়ে রং বাহারী বেদনার ফুল ফুটলো।
অভাব নামের সেই বৃক্ষটি এখন বিষ ফলে গেছে ছেয়ে,
ঘরেতে আমার ঢুকেছে শমন আকাঙ্ক্ষার পথ বেয়ে।