হায়রে বাঙালি কি সাধ জাগি
ডুবে র’ল কূপমণ্ডুকতায়!
এ সুপ্ত হৃদয় চৈতন্যের লাগি
ঘা দানিতে কি কেউ নাই?

কে আছ ওগো এ গুরুভার নিতে
এসো হে নওজোয়ান,
উদার কণ্ঠে এ জাত বাঁচাতে
গেয়ে যাই তারি গান।

এসো তুমি সে প্রতিক্ষিত জন
তোমার ছত্র ধরে;
জাগিয়ে তোল নাশি অজ্ঞান
এ গণ-মানুষেরে।

আত্মভোলা হায়রে বাঙালি
তোমাদের কথা ভাবি,
মুক্তির গান গেয়ে প্রাণখুলি
মরেছে কত না কবি।

হোক তোমাদের কাম্য শিক্ষা
প্রত্যাশা ধরি মনে,
ঘায়ের মশালে আলোর দীক্ষা
হউক জনে জনে।

এ চাওয়া আমার বাস্তব হয়ে
যেদিন পড়িবে ঢলি,
সেদিনই জানি আঁধার কাটিয়ে
উঠিবে বাঙালি।