মালাটি শুকিয়ে গেছে
এখনও গন্ধ ঠিক আছে
এযে বকুল;
আদর্শ থেকে নড়েনি এক চুল!

বকুলের শুকনো মালাখানি,
জাগায় প্রাণে প্রতিজ্ঞার বাণী—
পরহিত তরে নিজ প্রাণ,
নিঃশেষে করে যাও দান!